কৃষি কাজের জন্য কোন তথ্য প্রয়োজন হলে আমরা আমাদের উপজেলা কৃষি অফিসারদের কাছ থেকে বা ইউনিয়নে নিযুক্ত কৃষি অফিসারদের কাছ থেকে অনেক তথ্য পেতে পারি।সর্বপোরী ভাবে তথ্য সংগ্রহ করে সেবা নিতে পারি। উপপজলা কৃষি অফিসার যিনি আছেন তিনি বিভিন্ন রকম তথ্য দিবেন যে কি ভাবে কৃষি কাজে সেবা পাবেন।
ক) সেবা সমূহঃ
১) গবেষনালদ্ব থেকে প্রাপ্তকৃষি বিষয়ক লাগসিই প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ।
২) উন্নত জাত ব্যবহারে উদ্ববুদ্ধ করন ।
৩) উন্নত বা ভালো মানের গুনগত সম্পন্ন বীজের সহজ প্রাপ্ততা সম্র্পকে কৃষকদের পরামর্শ প্রদান।
৪) সুষম মাত্রায় সার এর ব্যবহার সম্র্পকে কৃষকদের সচেতন করা ।
৫। রোগ ও পোকা মাকড় দমন/নিয়ন্ত্রনে পরিবেশ বান্ধব প্রযুক্তি/কৌশল কৃষকদের মাঝে হস্তান্তর ।
খ) সেবা প্রদানে প্রক্রিয়া/কিভাবে সেবা দিবেন।
১. কৃষক প্রষিক্ষণ।
২. প্রদর্শণী বাস্তবায়নের মাধ্যমে।
৩. ব্যক্তিগত ও দলীয় আলোচরান মাধ্যমে।
৪. উদ্বুদ্ধ করনের মাধ্যমে।
৫. কৃষি মেলা।
সেবার ধাপসমূহঃ
১. উন্নত বা ভালো মানের গুনগত মান সম্পন্ন বীজের সহজ প্রাপ্ততা নিশ্চিত করণ।
২. বিভিন্ন সারের প্রাপ্তা ও সুষম মাত্রায় ব্যবহার নিশ্চিত করণ।