Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নদী
Details

গড়াই নদীঃ বাংলাদেশের বিখ্যাত নদী গড়াই । রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গড়াই নদী হইতে পদ্মা নদীর উৎপত্তি হয়ে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, মধুখালী উপজেলা হয়ে কামার খালী গড়াই নদীতে মিলিত হয়েছে। পূবে এই গড়াই নদী দিয়ে লঞ্চ, ইষ্টিমার সহ বড় বড় নৌকা চলা চল করত, অতীতে এই নদীর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য চলিত। বর্তমানে নদীটি ভরাট হয়ে নদীর নাব্যতা হারিয়ে ফেলে।গড়াই নদীর অপরুপ সোন্দর্য্য আর নেই। তবে বর্তমানে নদীটি খনন করার ফলে গড়াই নদী তার হারোনো ঐতিহ্য ফিরে পায় এবং অত্র এলাকার মানুষের কৃষি সহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটনোর সশ্ভাব হবে।